এস আলম কাউন্টার থেকে ফেনসিডিল উদ্ধার

শহরের মহিপালস্থ এস আলম বাস কাউন্টার থেকে ২০ বোতল ফেনসিডিল সহ জোহরা খাতুন (৪৫) কে আটক করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল এস আলম বাস কাউন্টারে এসআই মাহবুব অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ জোহরা খাতুন কে আটক করে। জোহরা খাতুন জানায়, কাউন্টারের ভিতরেই ব্যাগের মধ্যে কে বা কারা ওই ফেনসিডিলগুলো রেখে যায়। জোহরা খাতুন চট্টগ্রাম পাহাড়তলীর পাইক মিয়া পাড়ার মৃত মফিজুর রহমানের মেয়ে। পুলিশ জোহরাকে আরও জিজ্ঞাসাবাদ করছে। ঘটনায় ফেনী থানায় মামলা হয়েছে।