জাতীয় পার্টির সম্মেলনে হাজী আলাউদ্দিন - "এরশাদকে ক্ষমতায় আনতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না"
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে ক্ষমতায় আনতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না। তিনি গত বুধবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাষ্টার আবদুর রউফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জাপা সভাপতি কাউন্সিলর মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবুল কাশেম। বক্তব্য রাখেন জেলা জাপার সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন খোকন, মানুমিয়া পাটোয়ারী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহবুবুল হক লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী রুহুল আমিন, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক ও সদস্য সচিব কাজী জাহাঙ্গীর, জেলা জাতীয় কৃষক পার্টি আহ্বায়ক খোকন, স্বেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক শাহনেওয়াজ, শ্রমিক পার্টির আহ্বায়ক মিলন, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক রেজাউল গণি পলাশসহ জেলার আরো সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরো বলেন, এরশাদের শাসনামলে যে উন্নতি হয়েছে গত ২০বছরেও তা হয়নি। তিনি বলেন, সরকারী দলের লোকজন চাঁদাবাজী, টেন্ডারবাজী চালাচ্ছে। মহাজোটের শরীক হিসেবে জাতীয় পার্টি এসবের দায়ভার নেবে না। সম্মেলনে হাজী রুহুল আমিনকে সভাপতি ও ডাঃ ফারুককে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক স্বপনকে নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্মেলনে সকল অতিথিবৃন্দ সম্মেলনকে সফলতা অর্জন করার জন্য ইসমাইল হোসেন খোকনকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Labels:
রাজনীতি