অবিরাম বর্ষণে ফেনী পৌর এলাকায় পানি বদ্ধতা

তিনদিনের টানা বর্ষণে ফেনী পৌর এলাকার বিভিন্ন স্থানেও পানিবদ্ধতা দেখা দিয়েছে। একাডেমি সড়ক, এসএসকে সড়ক, বিরিঞ্চি, পুরাতন পুলিশ কোয়ার্টার, মিজান রোড, শান্তি কোম্পানী সড়কসহ বিভিন্ন সড়ক এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। পৌর নাগরিকদের অভিযোগ, এসএসকে সড়কের দুই পাশের ড্রেন পরিস্কার না করায় বৃষ্টির পানি অপসারণ বাধাগ্রস্থ হয় ফলে গতকাল দিনভর এসএসকে সড়ক পানিতে তলিয়ে ছিল। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় এসএসকে সড়কের ড্রেন সমূহ সংস্কার করা যায়নি। এদিকে শহরের অপরাপর এলাকার নিন্মাঞ্চলেও পানিবদ্ধতার সৃষ্টি হয়। বিরিঞ্চি থেকে কবি ইকবাল চৌধুরী ফেনীর সময়কে জানান, ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বাসাবাড়িতেও পানি থৈ থৈ করছে। তিনি জানান, গত ৩ দিন ধরে ওই এলাকায় পৌরসভার পানি সরবরাহ বন্ধ রয়েছে।

সুত্র: ফেনীর সময়