ফেনীতে শিশু অধিকার সপ্তাহের সমাপনী

ফেনীতে গতকাল রবিবার শিশু অধিকার সপ্তাহের শেষ দিনে পুরস্কার ও আলোচনা সভা জেলা পরিষদ মিরনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার ভূঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজসেবার উপ পরিচালক নুর মোস্তফা আল আমিন দৈনিক ফেনীর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন পায়রা শিশু কিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু। শিশু একাডেমী আয়োজিত সপ্তাহব্যাপী বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।