ফেনীতে তথ্য প্রযুক্তি বিষয়ক সেমিনার

গত ১৯ অক্টোবর ফেনীতে অনুষ্ঠিত হয়ে গেল তথ্য প্রযুক্তি বিষয়ক সেমিনার “অপরচুনেটি ফর ইয়াং আইটি প্রফেশনালস”। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনফরমেশান টেকনোলজি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইটিডিএফ) এর প্রধান নির্বাহী ও বেসিসের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আরিফুল হাসান। ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রী এবং সাধারণ স্কুল ও কলেজ থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহন করে। মূল প্রবন্ধে আইটি শিক্ষার্থীদের ভবিষ্যতে কাজ করার বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে (লোকাল ও আউটসোর্সিং) বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বর্তমান শিক্ষা পদ্ধতি, প্র্যাক্টিক্যাল কাজের সুবিধা নিয়েও আলোচনা করা হয়। আইটিডিএফ এর আয়োজনে আয়োজিত সেমিনারের পর শিক্ষার্থীরা আইটির নুতুন নুতুন দিক সম্পর্কে জানতে পারে। এর আগে ফেনী জেলা প্রশাসক আব্দুল কুদ্দুছ খান blood.com.bd ফেনী শাখার উদ্বোধন করেন।