ফেনীতে ১৫ হাজার পঁচা ডিম উদ্ধার

ফেনীর মহিপাল এলাকায় সোমবার রাতে পুলিশ পনের হাজার চার শত পঁচা ডিমসহ একটি পিকআপ ভ্যান আটক এবং দুই জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে একটি পিকআপ ভ্যানসহ প্রায় ১৫ হাজার চার শত পঁচা ডিম আটক এবং পিকআপের চালক ও সহকারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুই ব্যাক্তি হচ্ছে, পিকআপ চালক মোঃ টিপু (৩৫) ও সহকারী মোঃ সুমন (২৪)। চালক মোঃ টিপু জানায়, তারা ডিমসহ পিকআপ ভ্যানটি নিয়ে গাজীপুর থেকে ফেনী আসে এবং ডিমের মালিক ডিম গুলি ফেনীর বিভিন্ন বেকারীতে সরবরাহ করার কথা ছিল। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ডিমসহ পিকআপ ভ্যান আটক ও দুইজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে ফেনী থানায় একটি মামলা রজু করা হয়েছে।