ফেনীতে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

(২২ এপ্রিল ২০১৩) ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা শফিউল্লা হত্যা মামলায় ৮ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত।  এছাড়া এ মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক হারুনুর রশিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সেলিম (২৫), বাচ্চু মিয়া (২২), ফারুক (২১), মোশারফ হোসেন রুবেল (২১), আনোয়ার হোসেন সুমন (১৮), নাছির উদ্দিন (২২), জামসেদ আলম কিরন (২৩), ইসমাইল (২৪)।

অপর দিকে মামলায় খালাস প্রাপ্তরা হলেন, জামাল উদ্দিন (৪৮), মহিন উদ্দিন (১৮), জসিম উদ্দিন (২৮)।

যাবজ্জীবন প্রাপ্তদের মধ্যে ৪ জনকে জেলহাজতে থাকলেও বাকি অভিযুক্তরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে ২ ফেব্রুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের  আহাম্মদপুর গ্রামের  মানুমিয়ার বাজার মাদরাসার অফিস কক্ষে সস্ত্রাসীরা  ওই উপজেলার চর ডুব্বা গ্রামের মুক্তিযোদ্ধা শফিউল্লাহকে (৬৫) গুলি করে হত্যা করে।

এ ব্যাপারে শফিউল্লার স্ত্রী বিবি খতিজা ওই দিনই ১১ জনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক  (এসআই) নুরুর রহমান তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন (জিআর ১৫/০৪ দায়রা মামলা নং-৭৮/০৫)।

আদালতে ২৮ জন স্বাক্ষির মধ্যে ১৪ জন স্বাক্ষ্য প্রদান করে। আদালত ৩ জনকে মামলা থেকে খালাস ও অন্য ৮ জনকে যাবজ্জীব কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসেরু কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক।


-->