শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী তৃতীয় ফেনী জেলা কাব স্কাউট ক্যাম্পুরি।

(২৪ জানুয়ারী ২০১৩) উজ্জল ভবিষ্যতের জন্য কাবিং এর প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী তৃতীয় ফেনী জেলা কাব স্কাউট ক্যাম্পুরি। বিকালে ফেনী জি এ একাডেমি হাই স্কুল মাঠে ফেনীর অতিরিক্ত জেলা প্রসাশক রাজস্ব মোহাম্মদ খালেদ রহীম এই ক্যাম্পুরির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা স্কাউট কমিশনার ডি এম একরামুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক এ কে এম ফরিদ আহম্মেদ এবং স্বাগতিক জি এ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম। অনুষ্ঠানে উপসি'ত ছিলেন জেলা ও উপজেলার স্কাউটস কর্মকর্তারা। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পে জেলার ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের ২৭৩ জন কাব স্কাউট তাঁবু কলা, কিচির মিচির, আপন ঘর, কানে কানেসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাদের ব্যবস'াপনা ও প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন প্রায় ২৫ জন স্কাউট কর্মকর্তা। ফেনী থেকে জুলহাস তালুকদার,২৪ জানুয়ারি ২০১৩ ।



-->