ফেনীর কোরবানীর পশুর হাট গুলোতে ক্রেতাদের উপছে পড়া ভীড়

(২৫ অক্টোবর ২০১২) পবিত্র ঈদুল আযহাকে উপলক্ষে ফেনীর বিভিন্ন হাটবাজার গুলোতে জমে উঠেছে পশুরহাট। পশুরহাট গুলোতে ভরপুর গরু, ছাগল, ভেড়া। জেলার বিভিন্ন উপজেলায় পশুর হাট গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তবে ত‚লনামূলকভাবে এবার ফেনীর হাটগুলোতে ভারতীয় গরুর আমদানী কম হওয়ায় দেশী গরুর চাহিদা বেড়েছে। তাই হাটগুলোতে দেশী গরুর জন্য এবার চড়া দাম হাকাচ্ছেন গরু ব্যবসায়ীরা। প্রতিবছর ফেনী জেলার পরশুরাম, ফুরগাজী, সোনাগাজী, দাগনভূঞা ও ছালগনাইয়া ভারতীয় গরুতে ভরপুর থাকে। একমাস আগে থেকেই গরু আসা শুরু করে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। স্বাভাবিক সময়ে যে হারে গরু আসে এখন তার চেয়েও কম গরু আসছে বলে জানা গেছে। ফলে ভারতীয় গরুর আমদানী কমে যাওয়ার সুযোগে খামারের স্বাস্থ্যবান গরু নিয়ে বিক্রেতারা হাটগুলোর হাজির হচ্ছেন। ফলে যারা কমদামে কোরবানীর জন্য গুরু কিনতে হাটে যেতেন তাদের রনে ভঙ্গ ঘটেছে। কারণ তাদের একমাত্র ভরসা ছিল ভারতীয় গরু। কিন্তু সীমান্তে সাম্প্রতিক কালের বিভিন্ন ঘটনা প্রবাহের চক্রে সীমান্তে কাড়াকড়ি চলছে। গুলি করে মানুষ হত্যার কারণে ঝুকি নিয়ে এখন অনেকেই গরু নিয়ে আসতে ভয় পাচ্ছেন। তাই এ বছর দেশি গরুর দাম বেশি। তবে ভারতীয় গরু হাট বাজার গুলোতে একদম নেই যে তা নয়। কিছু কিছু হাটবাজার গুলোতে ভারতীয় গরু দেখা গেছে। এসকল গরু সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। এদিকে স্থানীয় খামারিরা হাটে যে গরু তুলছেন তার চড়া দাম হাকাচ্ছেন। ক্রেতারা কোরবানীর পশু কিনতে এসে দাম বেশী দেখে বিপাকে পড়ছেন। ক্রেতা বিক্রেতার সঙ্গে চলছে দর কষাকষি। বিভিন্ন হাট বাজার যাচাই করে কোরবানীর পশু কিনছেন ক্রেতারা। কোরবানীর পশুরহাটে গরুর পাশাপাশি ছাগল ও ভেড়ার হাট রয়েছে ছাগল ও ভেড়ার রয়েছে যথেষ্ট চাহিদা। পশুরহাট বাজার গুলোতে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

-->