পাঠ্যপুস্তকে ভাষা শহীদ সালামের তথ্য ভুল লেখার প্রতিবাদে ফেনীতে মানব বন্ধন করেছে বেশ ক’টি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

(২০ জানুয়ারী ২০১৩) তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকে ভাষা শহীদ আব্দুস সালামের জন্মস'ান ভুল লেখার প্রতিবাদে ফেনীতে মানব বন্ধন করেছে বেশ ক’টি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার সকালে ফেনী প্রেস ক্লাবের আয়োজনে সেখানকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানব বন্ধনের কর্মসূচী পালিত হয়। এতে সাংবাদিক, স্বেচ্ছাসেবী কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। এবারের তৃতীয় শ্রেণীর বাঙলা বইয়ের “ভাষা শহীদের কথা” প্রবন্ধের ২০পৃষ্ঠায় ভাষা শহীদ আবদুস সালামের জন্ম স'ান ফেনীর জায়গায় নোয়াখালী লেখা হয়। আর এ ভুল সংশোধনের জন্য দাবী তোলেন আন্দোলনকারীরা। গত শিক্ষা বর্ষেও দ্বিতীয় শ্রেণীর “একুশের গল্প” প্রবন্ধের ৫৬ পৃষ্ঠায় সকল ভাষা শহীদের ছবি থাকলেও সালামের ছবি না থাকায় আন্দোলন করেছিল ফেনীবাসি। ফেনী প্রেস ক্লাবের সভাপতি মীর হোসেন মীরু বলেন ভুল তথ্যের উপর প্রজন্ম বেড়ে উঠছে।




-->