চট্রগ্রামের নার্সিং কলেজের ছাত্রীদের হিজাব পরে ক্লাস কারার অনুমতি প্রদানের জন্য ফেনীতে পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট'র ছাত্রছাত্রীর মানববন্ধন।

(৭ জুলাই ২০১২) চট্রগ্রামের নার্সিং কলেজের ছাত্রীদের হিজাব পবে ক্লাস না করার যে আদেশ প্রদান করেছে কর্তৃপক্ষ তার প্রতিবাদে ও ওই কলেজের নামাজ ঘরের তালা খুলে দেয়ার দাবিতে ফেনীতে পলিটেকনিক্যাল ইনষ্টিটিউিট’র ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনে ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কে এ মানববন্ধনে ইনষ্টিটিউিট’র বিভিন্ন বর্ষের দু’শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা এ সময়ে চট্রগ্রামের নার্সিং কলেজের ছাত্রীদের হিজার পরিধান করে ক্লাস করা ও তাদের নামাজ ঘরের তালা খুলে দেয়ার আহবান জানান। উল্লেখ্য গত ৩ জুলাই চট্রগ্রামের নার্সিং কলেজের ছাত্রীর হিজাব পড়ে ক্লাস কারার জন্য আন্দোলনে নামে। তার প্রেক্ষিতে পরদিন তাদের দাবি মানলেও কলেজের নামাজের ঘরে তালা দিয়ে রাখে শিক্ষকরা।