দাগনভূঞায় মেধাবৃত্তি প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

(৪ এপ্রিল ২০১২) ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে রেজ্জাকুল হায়দার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দাগনভূইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অলি আহম্মদ, ফাউন্ডেশনের সভাপতি আবদুর রশিদ ভুলু, সাধারণ সম্পাদক আবুল কাশেম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং ফউন্ডেশন পরিচালিত ফাতেমা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা ও রুদামিয়া আদর্শ একাডেমীর বিভিন্ন শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।