ফেনীর সোনাগাজীতে পৃথক অভিযানে মাদকসহ চার বিক্রেতা আটক

(৪ এপ্রিল ২০১২) ফেনীর সোনাগাজীতে পৃথক তিনটি অভিযানে পুলিশ মাদকদ্রব্যসহ চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ সময় চোলাই মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাগাজী থানা পুলিশ আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বক্তারমুন্সি ডাকবাংলা এলাকা থেকে কয়েক কেজি গাঁজাসহ মো. শহীদুল্লাহ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে। দুপুরে উপজেলার কুঠিরহাট বাজার থেকে অভিনব কায়দায় স্যালাইনের ব্যাগে গাঁজা ঢুকিয়ে বিক্রির সময় জাহেদ হোসেনকে (৩১) ও সফিকুল ইসলাম (২৭) আটক করে। তাদের দুইজনের বাড়ী চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ও পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে। পুলিশ তাদের কাছ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
তার আগে গতকাল সোমবার রাতে মধ্যম চর চান্দিয়া হোনা মিয়ার দোকান নামক স্থানে ওমর ফারুক (৪৫) নামে একজনকে প্রায় বার লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন এবিনিউকে জানান, গ্রেফতারকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।