ফেনীতে পুলিশের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

(২ এপ্রিল ২০১২) ফেনী জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রবিবার বিকালে পুলিশ লাইন্স মাঠে আনন্দঘন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানকে ঘিরে ফেনীতে পুলিশ সদস্যদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মো: নওশের আলী পিপিএম, বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী আসমা নওশের। এছাড়াও অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হারুন, পুলিশ সুপার পরিতোষ ঘোষের সহধর্মিনী ভবানী ঘোষ, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট শৈবাল কান্তি ও তার সহধর্মিনী ও ফেনী পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার পরিতোষ ঘোষের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান। ক্রীড়া প্রতিযোগিতায় ১৯ টি ক্যাটাগরিতে ৫৭ জনকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও প্রধান অতিথি পুলিশ লাইন্স স্কুলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবন উদ্বোধন করেন। সন্ধ্যায় ফেনী জেলা পুলিশদের বিনোদনের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী আবদুল জাব্বার ও আলম আরা মিনুসহ শিল্পীরা সংগীত পরিবেশন করেন।