(৪ এপ্রিল ২০১২) ফেনীর সাপ্তাহিক তারার নির্বাহী সম্পাদক ও আধুনালুপ্ত সাপ্তাহিক ফেনী প্রবাহ’র সম্পাদক শহিদ মাহমুদ ফেরদাউস (৬০) মারা গেছেন।
মঙ্গলবার রাতে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকা সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকাল ৭টার দিকে চিদিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শহিদ মাহমুদ ফেরদাউস ৮০’র দশকে প্রায় একযুগ চট্টগ্রামে একাধিক দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।
তার একমাত্র ছেলে সুমন মাহ্মুদ বাংলানিউজকে জানান, বুধবার দুপুর ২টার দিকে ফেনী প্রেসক্লাবের সামনে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শহিদ মাহমুদের মৃত্যুতে ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহ্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, ফেনী প্রেসক্লাব সভাপতি নূরুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক রবিউল হক প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
