(৪ এপ্রিল ২০১২) ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চর মজিলিশপুর গ্রামে প্রতিবেশীদের কাছে তাল বিক্রি করতে রাজী না হওয়ায় রূপধন বেগম (৫৭) নামে এক বৃদ্ধাকে এলোপাথাড়ী পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার চর মজিলিশপুর গ্রামের বৃদ্ধা রূপধন বেগম আজ মঙ্গলবার সকালে বাড়ীর পাশের একটি তালগাছ থেকে ঝরে পড়া একটি পাকা তাল কুড়িয়ে পান। তাল নিয়ে বাড়ী যাওয়ার পথে প্রতিবেশী নিজাম উদ্দিনের স্ত্রী জাহেদা বেগম তালটি তার কাছে বিক্রির জন্য বললে রূপধন তাল বিক্রীতে রাজী হয়নি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহেদার স্বামী নিজাম ও মেয়ে শিল্পী জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রূপধনকে তারা এলাপাথাড়ী পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। খবর পেয়ে গ্রামের লোকজন রুপধনকে উদ্ধার করে পাশ্ববর্তী দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রুপধন বেগম বাদী হয়ে জাহেদা বেগম, তার স্বামী নিজাম উদ্দিন ও মেয়ে শিল্পী আক্তারকে আসামী করে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
